নিজস্ব প্রতিবেদক:-
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শেখ কামাল অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র হিসেবে পরিচয়ে কাজ করেনি। তিনি ক্রীড়া, সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে অবদান রেখেছেন। অনেকগুনে গুণান্বিত একজন মানুষ ছিলেন। তার চলনে বলনে কোনভাবেই বুঝা যেতনা তিনি প্রধানমন্ত্রীর পুত্র হি। তিনি সহজ সরলভাবে চলাফেরা করতেন।
আজ দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও পৌর মেয়র জিল্লুর রহমান।
এরপূর্বে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে গেমস্র উদ্বোধন করেন মন্ত্রী। খেলায় জেলার ৮ উপজেলার অনুর্ধ্ব ১৭ বয়সী তরুণ-তরুণীরা অংশ নিচ্ছে।
চাঁদপুর জেলায় আন্ত:উপজেলা পর্যায়ের খেলায় ২ টি দলগত এবং ৪ টি ব্যাক্তিগত ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের ন্যায় গত ২ জানুয়ারি থেকে শুরুহওয়া এই গেমস ১০ জানুয়ারি পর্যৗল্প চলবে।
খেলায় দলগত ইভেন্টে রয়েছে ফুটবল বালক বালিকা ও কাবাডি।
ব্যাক্তিগত ইভেন্টে রয়েছে দাবা( বালক), ব্যাডমিন্টন (বালক),টেবিল টেনিস (বালক),ও এ্যাথলেটিক্স (বালক ও বালিকা)।