নিজস্ব প্রতিবেদক:-
সাতক্ষীরায় শুরু হয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র। আজ শুক্রবার সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে আন্ত:উপজেলা পর্বে এই গেমসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী আরিফুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ সজিব খান, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি ওয়াসিফ আলী, এসোসিয়েশন খুলনা বিভাগীয় প্রতিনিধি মাসুদুর রহমান মল্লিক, জাতীয় পর্যায়ে ১৪ বারের সোনা জয়ী দ্রুততম মানবী শিরিন আক্তার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য আরিফ খান প্রিন্স।
ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, বক্সিং, দাবা, জিমন্যাস্টিক, শ্যুটিং ও টেবিল টেনিসসহ মোট আটটি ইভেন্টে জেলার সাতটি উপজেলার পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে।
আগামী ৮ই জানুয়ারি পর্যন্ত চলবে আন্ত:উপজেলা পর্যায়ের এই গেমস।
Leave a Reply