নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়ায় ‘জুয়েল ইন্ডাস্ট্রিজ’ এর ভেতর থেকে মো. হাশেম (৬৫) নামে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে শ্রমিকরা ভেতরে প্রবেশ করলে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী ও ওই কারখানার শ্রমিক মো. ঝন্টু মিয়া জানিনান, ওই কারখানার মালিকের নাম এম এ জলিল। সেখানে ১৭ থেকে ১৮ জন শ্রমিক কাজ করেন। সেখানে স্ক্রু তৈরি করা হয়।
তিনি আরও জানান, হাশেম ছিলেন ওই কারখানার একজন নিরাপত্তাকর্মী। তিনি ভেতরেই থাকতেন। সকালে তিনি তালা খুলে দিলে আমরা প্রবেশ করতাম। কিন্তু আজ সকালে এসে দরজাটি খোলা পাই। শুধু চাপানো ছিল। ভেতরে গিয়ে কারখানার মেঝেতে হাশেমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। সেখানে বেশ কিছু মালামাল এলোমেলো অবস্থায় পড়ে ছিল। আমাদের ধারণা, তাকে কেউ হত্যা করে হয়তো কিছু নিয়ে গেছে। তা পরে জানা যাবে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। তিনি আরও জানান, মৃতের মুখমণ্ডল ও মাথায় রক্তাক্ত জখম ছিল।
মো. হাশেমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে বলে জানা গেছে। কোনও আত্মীয়-স্বজন না আসায় তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি