সানোয়ার সাদী:-
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় নৈশকোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহতের ঘটনা ঘটেছে।
রোববার (৮ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান দিঘী পুলিশ ফাঁড়ির সামনে পঞ্চগড় -ঠাকুরগাঁও মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহফুজা আক্তার (৫০) ও হাফেজ মোঃ মশিউর রহমান (২৫) বোদা উপজেলার ব্যাংহাড়ী ইউনিয়ন সন্তরাপুরি গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ও ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বোদা থেকে মা ও ছেলে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঐ স্থানে পৌছালে এ সময় বিপরীত গামী একটি নাইট কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তাদেরকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহতের
বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply