পঞ্চগড় প্রতিনিধিঃ-
পঞ্চগড়ে’র দেবীগঞ্জে বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত সাংবাদিক সংগঠন “বাংলাদেশ প্রেসক্লাব” দেবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে শীতার্ত মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ৫নং সুন্দরদীঘি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সুন্দরদীঘি মদীনাতুল উলুম কওমি মহিলা মাদ্রাসায় এই কম্বল বিতরণ করা হয়। শীতার্ত এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ প্রেসক্লাব দেবীগঞ্জ উপজেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব দেবীগঞ্জ উপজেলার সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ সভাপতি কামাল উদ্দিন, অত্র মহিলা মাদ্রাসার শিক্ষক, দাতা সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ বাংলাদেশ প্রেসক্লাব দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্যরা। বাংলাদেশ প্রেসক্লাব দেবীগঞ্জ উপজেলা শাখার অন্যতম সদস্য মোছাঃ ফারজানা আক্তার কম্বল ডোনেট করেন। বাংলাদেশ প্রেসক্লাব দেবীগঞ্জ উপজেলা শাখা সেই কম্বল গুলো মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেন। এ বিষয়ে বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রেসক্লাব নিবন্ধিত ও সুসংগঠিত একটি সাংবাদিক সংগঠন। আমরা যেমন অন্যায়ের বিরুদ্ধে লিখি। তেমনি অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে থাকি। বাংলাদেশ প্রেসক্লাব দেবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আজকে কম্বল বিতরণ করা হয়েছে। এ জন্য আমি দেবীগঞ্জ উপজেলা শাখাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। এর আগেও তারা বন্যার্তদের জন্য সহযোগিতা করেছে। আমরা খুদ্র পরিসরে হলেও সাধারণ মানুষের পাশে আছি। জেলা ব্যাপী আমাদের এই চলমান কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
Leave a Reply