নিজস্ব প্রতিনিধিঃ-
মেট্রোরেল আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশন থেকে যাত্রী উঠানামা করবে। এজন্য পল্লবী স্টেশনের কাজ খুব শীঘ্রই সম্পন্ন করা হবে।
মেট্রোরেলের পরিচালক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন ‘মেট্রোরেল আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশন থেকে যাত্রী উঠানামা করবে। যাত্রীদের জন্য খুব শিগগির স্টেশন সম্পূর্ণরুপে প্রস্তুত করা হবে।’
বর্তমানে, মেট্রারেল কোন স্টেশনে যাত্রা বিরতি ছাড়াই দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের চলাচল করছে।
ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মেট্রোরেল সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলাচল করবে।
তিনি বলেন, সকাল ৮টায় স্টেশনের গেট খুলে দেয়া হবে।
এমএএন সিদ্দিক আরো বলেন, প্রথম ১০ দিনে মেট্রোরেলে ৯০ হাজার যাত্রী চলাচল করেছেন। এ সময় ডিএমটিসিএল আয় করেছে প্রায় ৮৮ লাখ টাকা।
Leave a Reply