স্পোর্টস ডেস্ক:-
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর জয়পুরহাট জেলার আন্ত:উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়েছে।
প্রতিযোগিতা শেষে জয়পুরহাট স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কে এম এ মামুন খান চিশতীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরেশেদুল আলম লেবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ও চেম্বারের প্রেসিডেন্ট আহসান কবীর প্রমূখ।
এর আগে এ দিন অনুষ্ঠিত এ্যাথলেটিকস প্রতিযোগিতায় তরুণদের ১০০ মিটার স্পিন্টে প্রথম হন সদর উপজেলার সিয়াম। এছাড়া ২০০ মিটার দৌঁড়ে জিহাদ ইসলাম (আক্কেলপুর), ৪০০ মিটারে বিপুল হোসেন (আক্কেলপুর), ৮০০ মিটারে ইসতিয়াক আহমেদ (আক্কেলপুর) এবং ১৫০০ মিটার দৌঁড়ে আব্দুর রহমান (সদর) প্রথম স্থান লাভ করেন। তরুণদের লং জাম্পে সজিত চন্দ্র (সদর), হাই জাম্পে ছাব্বির হোসেন (সদর) ও শটপুটে যধিষ্ঠির বর্মন (পাঁচবিবি) প্রথম হয়েছেন।
তরুণীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছেন আক্কেলপুরের এশা খাতুন। এছাড়া ২০০ মিটার দৌঁড়ে জিনাত রানা (আক্কেলপুর), ৪০০ মিটারে রাশেদা আকতার (সদর), ৮০০ মিটারে এশা খাতুন (আক্কেলপুর) এবং ১৫০০ মিটার দৌঁড়ে মারফিয়া (সদর) প্রথম স্থান লাভ করেন। এছাড়া তরুণীদের লং জাম্প ও হাই জাম্পে সুমনা (সদর) এবং শটপুটে মুসিফিয়া আকতার দিনা (আক্কেলপুর) শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
Leave a Reply