অনলাইন ডেস্ক:-
পাঁচ বছরের প্রেমের সম্পর্কে ইতি টানলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শার্লি মোদক। অনেক বছর ধরেই মডেল মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সম্পর্ক ছিল এই অভিনেত্রীর। তাদের প্রেম নিয়ে কোনো লুকোছাপা ছিল না।
কিন্তু আচমকাই সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত কেন নিলেন এই নায়িকা? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্ত মহলে।
আনন্দবাজার পত্রিকাকে শার্লি বলেন, হ্যাঁ, প্রায় পাঁচ বছর পর আমি সিঙ্গেল। এ সময়টা বেশ উপভোগ করছি। এক হাতে তো আর তালি বাজে না। আমি এখন বেশ খুশি। মনে হচ্ছে, একধাক্কায় অনেকটা বড় হয়ে গিয়েছি। নিজের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব উপভোগ করছি।
তিনি আরও বলেন, ‘আমার আর নীলের (মৃত্যুঞ্জয় ভট্টাচার্য) এটা যৌথ সিদ্ধান্ত। তবে বাইরে যে যা খুশি আমার সম্পর্কে বলতে পারেন, তাতে যদিও আমার কিছু যায় আসে না।
প্রশ্ন উঠেছে, শার্লির প্রেমিক মডেলিং করেন। ক্যারিয়ারের দিক থেকে প্রেমিকের চাইতে শার্লির সাফল্যের পাল্লা ভারি। তবে এই সাফল্যই কি ভাঙনের কারণ?