মোঃ বিল্লাল হোসেন:-শেরপুর জেলা প্রতিনিধিঃ-
শেরপুর জেলা সাবরেজিস্ট্রার ও দলিল লেখকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে ।
জানা গেছে, ১০ জানুয়ারী মঙ্গলবার চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মো,ইউসুফ আলীর উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,আবুল হায়াত কর্তৃক তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন এ কর্মসুচি গ্রহন করেন।
রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে ১১ জানুয়ারী বুধবার সকাল থেকে শেরপুর জেলা সদরসহ ৫টি উপজেলায় রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রি অফিসগুলোতে অনির্দিষ্টকালের জন্য চলছে কর্মবিরতি। এ কর্মবিরতিতে ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা- বিক্রেতা। অনুসন্ধ্যানে গিয়ে সাব রেজিস্ট্রার অফিসগুলোতে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের ভীর।
শতশত জমির ক্রেতা ও বিক্রেতা পড়েছে ভোগান্তিতে। শেরপুর জেলা রেজিস্ট্রার মো, হেলাল উদ্দিন এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।