সিলেট প্রতিনিধি:-
সিলেট অঞ্চলে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। এই সহায়তার মাধ্যমে সিলেট অঞ্চলের পাঁচ হাজারের বেশি পরিবারকে পানি, বাসস্থান, কর্মসংস্থান ও উন্নত পুষ্টির ব্যবস্থা করা হবে।
ঢাকায় যুক্তরাজ্য দূতাবাস থেকে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাকের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।
এ উপলক্ষে ‘যুক্তরাজ্য ডেভেলপমেন্ট-বাংলাদেশ’র পরিচালক ম্যাট ক্যানেল বলেন, ‘গত বছরের বন্যায় আমরা বুঝতে পারি যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ এখনও ভঙ্গুর।’
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘গত বছরের বন্যায় ৭২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু তাদের টেকসই সাহায্য প্রয়োজন।’
Leave a Reply