মোঃ মিজানুর রহমান সটাফ রিপোর্টারঃ-
গত ১০ জানুয়ারি ২০২৩ তারিখর র্যাব-৬ (সদর কোম্পানি) কেএমপি খুলনার আড়ংঘাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকা তৈরী চক্রের অন্যতম ০২ জন সদস্যকে এক হাজার টাকার ১৪৮৪টি জাল নোট (১৪ লক্ষ ৮৪ হাজার টাকা) ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ গ্রেফতার করে। অভিযান পরিচালনাকালে জাল টাকা তৈরির প্রধান কারিগর জুয়েল র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। র্যাব-৬ উক্ত পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১২ জানুয়ারি ২০২৩ তারিখ র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি চৌকস অভিযানিক দল কেএমপি খুলনার লবনচরা থানাধীন খানজাহান আলী ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকা তৈরির প্রধান কারিগর ১। মোঃ জুয়েল মোড়ল (৪৫), সাং-দামোদর সাহাপাড়া, থানা-ফুলতলা, জেলা-খুলনাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার আড়ংঘাটা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।