রহমাতুল্লাহ:-নিজস্ব প্রতিনিধিঃ-
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মশিউর রহমানের বিদায় ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার আগমনে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে থানা পুলিশের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানা মাঠ প্রাঙ্গণে জনতার উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন কাউন্সিলর ও ১ নং ওয়াড কাউন্সিলরের সেক্রেটারি মাসুদ রানা সংবাদকর্মী,এশিয়ান টিভির ফারুক আহমেদ,সি এনএন বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার,দৈনিক প্রতিদিনের বার্তার প্রকাশক ও সম্পাদক,ফিরোজ শাঁই, নারায়ণগঞ্জের আলো ডটকমের এডিটর ইব্রাহিম প্রধান , বাংলাদেশ আলো, তুশার এবং অনান্য সাংবাদিকগন স্থানীয় বাসিন্দারা।
আয়োজনে সদ্য বিদায়ী মানবিক অফিসার ইনচার্জ মো. মশিউর রহমানের সফলতার বিভিন্ন কথা তুলে ধরে বক্তব্য রাখেন সমাজের মানুষজন। পাশাপাশি নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফাকে জনতার পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান এলাকাবাসী।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান দৈনিক প্রতিদিনের বার্তাকে বলেন, আমি গত দুই বছর এক মাস এর অধিক সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার এই দায়িত্ব পালনকালে সিদ্ধিরগঞ্জ থানায় সংগঠিত বিভিন্ন অপরাধের সংবাদ এর পাশাপাশি আমাদের বিভিন্ন সাফল্যগুলো আপনারা আপনাদের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রচার করেছেন। আপনাদের এই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আমাদের পেশাগত দায়িত্ব পালনে আরো অধিক সহজ হয়েছে। আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি, দুর্নীতি, বিভিন্ন অনিয়মসহ আমাদের ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে আমার কথায় অথবা ব্যবহারে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন এটি একান্তই অনিচ্ছাকৃত ছিল। সব সময় আপনাদের সহযোগিতা পেয়েছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।