নাজমুল হোসেন স্টাফ রিপোর্টার রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১২ই জানুয়ারি বিকেলে দৌলতদিয়া মডেল হাই স্কুলের মাঠ চত্বরে উপজেলা স্কুল ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে তিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা যে সকল প্রতিযোগিও প্রতিযোগিনী প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাঁদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে চৌধুরী মাহবুব হোসেন স্কুলের সহকারি শিক্ষক মোঃ তৈয়বুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেয়ামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হোসেন, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম,আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ দাখিল মাদ্রাসার সুপার মোঃ আশরাফুর আলম ও দক্ষিণ দৌলতদিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ তারেক বিল্লাহ প্রমুখ।