নাজমুল হোসেন:-রাজবাড়ীঃ-
গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে রাজবাড়ী টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট করে ঢাকাগামী
সুন্দরবন এক্সপ্রেস একটি বাস যার রেজিঃ নং ঢাকা মেট্রো -ব-১৫-২৪০০ গাড়ীর যাত্রীবেশী
মাদক ব্যবসায়ীকে ২০(বিশ)বোতল ফেন্সিডিল সহ আটক করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।
১৩ই জানুয়ারি শুক্রবার ৩:৩৫ ঘটিকার সময় তাঁকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি হলো,নারায়ণগঞ্জ জেলার,সোনারগাঁও থানার ,বুরুমদী গ্রামের শাহাজাদা ভূঁইয়া মেয়ে, ইসরাত জাহান দোলন,বর্তমান ঠিকানা ঢাকা জেলার,ডেমরা থানার, এ/পি সারুলিয়া গলাকাটা কবরস্থানের পাশের গ্রামের থাকেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারি নামক মুরগির ফার্মের সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট করে যাত্রীবেশি মাদক ব্যবসায়ীকে ২০(বিশ)বোতল মাদক ফেন্সিডিল যাহার মূল্য অনুমান ৪০,০০০(চল্লিশ হাজার) টাকা সহ আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply