নাজমুল হোসেন:-স্টাফরিপোর্টারঃ-
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী
বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমীতে বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীত বস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শনিবার ১৪ই জানুয়ারি সকাল ১০টায়
বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমীতে
বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি
ইঞ্জিনিয়ার নেসারুল হকের সভাপতিত্বে ও
বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জিন্নার সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী আজহারুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক ওজোপাডিকো,খুলনা,রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনসহ আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সমাজ সেবার স্থানীয় ব্যক্তিগণ।
Leave a Reply