সোহেল কবির:-স্টাফ রিপোর্টারঃ-
আন্তর্জাতিক বাণিজ্যমেলায় চার খাদ্যপণ্যের প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৩ জানুয়ারি) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে নিয়মিত পর্যবেক্ষণকালে এ জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন ভোক্তা- অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান, অধিদপ্তরের কর্মচারীরা এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।
শনিবার সকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।