ডেস্ক রিপোর্ট:-
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা ভুসিবোঝাই ট্রাক থেকে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে হিলি কাস্টমস। এ ঘটনায় ট্রাকচালক গৌতম রায়কে (৪২) আটক করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিলি স্থলবন্দরে আসা ভারতীয় ট্রাক থেকে এসব মদ উদ্ধার করা হয়। আটক ট্রাকচালক গৌতম রায় ভারতের বালুরঘাটের কোমারভোলা গ্রামের স্বর্গীয় নিমাই রায়ের ছেলে।
ট্রাকচালক গৌতম রায় বলেন, আমি ভারত থেকে আমদানি করা ভুসি নিয়ে বাংলাদেশে ঢুকছিলাম। এ সময় ভারতে থাকা বিপ্লবের এজেন্ট বলেন, দাদা, এই মালামাল নিয়ে যান, ওপারে বিপ্লব নিয়ে নেবে। আপনাকে তিন হাজার টাকা দেবে। কিন্তু বুঝতে পারিনি এখানে মদ আছে। অন্য মালামাল ভেবে নিয়ে এসে এখন বিপদে পড়েছি।’
হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতীয় একটি ট্রাকে মদ বহন করা হচ্ছে গোয়েন্দা সংস্থা থেকে এমন খবর পাই। সেই খবরের ভিত্তিতে রবিবার রাতে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে থাকা ভারতীয় ওই ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকটির কেবিনের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ২৩ বোতল (প্রতিটি এক লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। এতে আমদানি-রফতানিকারক জড়িত নন, চালক নিজে জড়িত বলে আমাদের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হবে।’
তবে এর সঙ্গে বাংলাদেশের কেউ জড়িত কিনা সেটি পুলিশ খতিয়ে দেখবে বলে জানান বায়জিদ হোসেন।