অনলাইন ডেস্ক:-
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯ জনের। গতকালও শনাক্তের সংখ্যা একই ছিল। করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ৩৮৬ জন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ০ দশমিক ৪২ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৭ জন। এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৮৯ হাজার ৯৬২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৭৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৬৪টি। এখন পর্যন্ত এক কোটি ৫২ লাখ ১৫ হাজার ৬০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৩৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৬৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।