অনলাইন ডেস্ক:-
চট্টগ্রামে নগরীতে হেলে পড়েছে একটি চারতলা ভবন। বুধবার (১৮ জানুয়ারি) সকালে পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশনের ডান পাশে অবস্থিত ওই ভবনটি হেলে পড়ে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ভবনটি অনেকাংশ হেলে পড়েছে। এতে কেউ হতাহত হয়নি। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘ষোলশহর রেল স্টেশন এলাকায় বাপ্পী আহমেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন চারতলা একটি ভবন হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।’
Leave a Reply