ডেস্ক রিপোর্ট:-
সুনামগঞ্জ শহরে প্রতিবন্ধী মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৮টায় শহরের হাজীপাড়া আবাসিক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, হাজীপাড়া এলাকায় ছোট একটি বস্তিঘরে মা আছিয়া বেগম তার ২২ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে ফারজানাকে নিয়ে বসবাস করতেন। মা মানুষের বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাতেন। দুই বছর আগে করোনায় আছিয়া বেগমের স্বামী আজিজুল মারা যাওয়ার পর তিনি অসহায় হয়ে পড়েন। আজ সকালে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করলে আছিয়া ঘরের দরজা খুলে দেন। এ সময় প্রতিবেশীরা খাটে শোয়ানো অবস্থায় ফারজানার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ফারজানার লাশ উদ্ধার করে ও মাকে আটক করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ পৌর সভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু বলেন, ‘মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে আছিয়া ওই ঘরে বাস করে আসছিলেন। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটলো জানা যায়নি। স্বামী মারা যাওয়ার পর তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন।’
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ এহশান শাহ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বুধবার সকালে ঘটনাটি ঘটে। মেয়েকে ঘুমন্ত অবস্থায় মা গলা কেটে হত্যা করেছে– এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন তিনি। প্রাথমিকভাবে জানা গেছে, করোনায় বাবা মারা যাওয়ার পর মা প্রতিবন্ধী মেয়েকে দেখভাল করতেন। হয়তো মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করায় মানসিকভাবে ভেঙে পড়ায় এমনটি ঘটাতে পারেন। তবে বিস্তারিত হয়তো মাকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।