নিজস্ব প্রতিবেদক:-
মাঘ মাসের শুরু থেকেই জেঁকে বসেছে শীত। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার (২০ জানুয়ারি) তাপমাত্রা নেমেছে ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। এটিই এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে। এখানে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। শ্রীমঙ্গলে বৃহস্পতিবার ৬.৫ ডিগ্রি ও বুধবার ৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জেলায় মোট ৩৫ হাজার ২৮০ পিস কম্বলের বরাদ্দ এসেছে। ইতিমধ্যে কম্বলগুলো জেলার সাত উপজেলার ছিন্নমূল, দিনমজুর ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। আরও কম্বলের চাহিদা চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে ১১ জানুয়ারি শ্রীমঙ্গলে ৪, ৮ জানুয়ারি ৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছি। দেশে সর্বনিম্ন তাপমাত্রা ২.৮ সেলসিয়াস রেকর্ড হয়েছিল শ্রীমঙ্গলে ১৯৬৪ সালে।