নাজমুল হাসান নাজির:-গাইবান্ধা জেলা প্রতিনিধঃ-
ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অসহায় মানুষকে শীতে একটু উষ্ণতা দিতে বৃহস্পতিবার মধ্যরাতে পৌরশহরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেছেন তিনি।শহরের বাস টার্মিনাল, রেল-স্টেশন, রোড এলাকাসহ বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের হাত থেকে একটি করে কম্বল পেয়ে খুশি হওয়া মানুষেরা আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের এখানে আগে কোনো দিনই কেউ এভাবে শীতবস্ত্র দেয়নি।’ শীতের কষ্ট থেকে দুস্থদের রক্ষায় জেলা প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply