অনলাইন ডেস্ক:-
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বটতলা গ্রামে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুজন নিহত ও দুজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মধ্যে একজন হলেন সিএনজি অটোরিকশা চালক বাবুল মিয়া (৬৫)। তিনি সিলেটের বালাগঞ্জের চরলপুর গ্রামের মৃত ফুরমত উল্লাহ ছেলে। অপরজনের নাম-ঠিকানা জানা যায়নি।
মোগলাবাজার থানার ওসি রেজাউল করিম জানান, গহরপুর যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। অটোরিকশাটিতে নারী শিশুসহ মোট ছয় জন ছিলেন। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply