রিয়েল তন্ময়:-বিনোদন প্রতিবেদকঃ-
শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পিঠা উৎসব। পিঠা উৎসব প্রাঙ্গনে প্রতিদিন বিকেলেই আয়োজন করা এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। উৎসবে আসা অতিথিরা পিঠা খাওয়ায় পাশাপাশি অনুষ্ঠান উপভোগ করছেন। উৎসবে প্রতিদিন গান ও নাটক পরিবেশন করছে বিভিন্ন নাট্যদলগুলো। তাদের এই পরিবেশনায় পিঠা উৎসব প্রাঙ্গন হয়ে উঠে উৎসব মুখর।আগামীকাল (২৩ জানুয়ারি) উৎসব প্রাঙ্গনে থিয়াট্রন ঢাকা’র পরিবেশনায় মঞ্চস্থ হবে পথ নাটক ‘লাইফ ভার্সেস লাইভ’। নাটকটির মুল ভাবনা বুলবুল ইসলাম ও নাটকটির নির্দেশনা দিয়েছেন এস এম সাইফুল হাসান । সঙ্গীত পরিচালনা করেছেন নুর হোসেন। নাটকটিতে অভিনয় করেছেন সাররিন রুপা, জিনিয়া এশা, রাজিন বাবু, এম রিয়াজ, প্রসেনজিৎ প্রিন্স, সরন, রাফি, নিশাত ও পরাগ।
নাটকের গল্পে দেখা যাবে, একজন সোশ্যাল মিডিয়া ফেসবুক ফ্রিক লোক। সবকিছু ফেসবুকে আপডেট করে। একটু এক্সাইটিং, ভিন্ন কোনো ঘটনা হলেই ফেসবুক লাইভে যায়। যথেষ্ট লাইক, কমেন্ট, শেয়ার, রিচ পায়। ব্যাপারটা ভালো লাগে। নিয়মিত এমন লাইভে আসে ফেসবুকে। শহরে ঘুরে ঘুরে অ্যাক্সিডেন্ট, মার্ডার এসবের লাশ খুঁজে লাইভ করে। অনেক ফ্যান ফলোয়িং হয়, ফেসবুক সেলিব্রেটি হয়, মিডিয়াও প্রেইজ করে, পুলিশও পছন্দ করে। প্রায়ই ঘটনার প্রত্যক্ষ বা প্রথম দর্শী হয়। পুলিশ ইনফরমেশন পায়। এমনি করে যখন চলতেছে, একদিন সে লোক রাস্তায় বের হয় ঘটনা খোঁজে। রুটিন লাইভে যাবে। তার ফলোয়াররা অপেক্ষায় আছে। কিন্তু অলিগলি রাস্তায় ঘুরেও কোনো ঘটনা খুজে পায় না। খুব ফ্রাস্টেটেড হয়ে পড়ে। তার তো লাইভে যেতে হবে। এমন সময় লাইভে যাওয়ার জন্য নতুন একটা আইডিয়া আবিস্কার করে এবং সেই আইডিয়াকে কেন্দ্র করেই ঘটনা আবর্তিত হতে থাকে। কি হয় তারপর জানতে হলে শিল্পকলা একাডেমী পিঠা উৎসব প্রাঙ্গনে আপনাকে দেখতে হবে নাটক ‘লাইফ ভার্সেস লাইভ’ ।
Leave a Reply