খায়রুল ইসলাম হৃদয়;-স্টাফ রিপোর্টারঃ-
গজারিয়ায় ১১নং তেতৈতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূরজাহান বেগম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
আজ রবিবার সকাল ১১ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা সঃপ্রাঃবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃজুবায়েদুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান,বালুয়াকান্দী ইউনিয়ন আওয়ামী লীগ এর সাঃসম্পাদক আল আমিন প্রধান,বিদ্যালয় এর জমিদাতা মোঃসামছুল হক কন্ট্রাক্টর,সমাজ সেবক মাহাবুবুর রশিদ ছোটন,বালুয়াকান্দী ইউঃপি প্যানেল চেয়ারম্যান ও ইউঃপি সদস্য মোঃরিটু প্রধান,উপজেলা শিক্ষক সমিতির সাঃসম্পাদক মোঃমাসুদ রানা,সাবেক ছাত্রনেতা,সাংবাদিক আজিজুল হক পার্থ,বালুয়াকান্দী ইউঃপি যুবলীগ এর সভাপতি নুরুল আলম ভূঁইয়া,ইঞ্জিঃমহিদুল ইসলাম মিশন,শিক্ষক জাহাঙ্গীর আলম সকি বিভিন্ন বিদ্যালয় এর প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন রওশন আরা,ইলিয়াস সাদেক স্বপন, মাহমুদা আক্তার সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দেওয়ান হারুন অর রশিদ।