রাজু আহমেদ:-স্টাফ রিপোটারঃ-
বগুড়ার নন্দীগ্রামে আলু বোঝাই ট্রাক উল্টে এক ব্যাক্তি নিহত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে (বগুড়া-নাটোর) মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা গ্রামের চাচাহার পাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুস সামাদ বুলু (৬০) বাড়ি থেকে বের হয়ে অটোভ্যানে করে কুন্দার হাটে আসছিলেন বাজার করার জন্য। এসময় বগুড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন একটি আলু বোঝাই ট্রাক। যাহার নাম্বার যশোর-ট ১১-৪৩৮৮ রুপিহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ট্রাকের স্কেল ভেঙ্গে গিয়ে যাত্রীবাহী অটোভ্যানের দিকে আসতে লাগলে প্রান বাচানোর ভয়ে অটোভ্যান থেকে লাফিয়ে পরে আব্দুস সামাদ বুলু, কিন্তু লাফিয়েও শেষ রক্ষা হলোনা তার। ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুন্দার হাট হাইওয়ে থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, আলু বোঝাই ট্রাক উল্টে আব্দুস সামাদ বুলু নিহত হয়েছে, ট্রাকটি জব্দ করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।