অনলাইন ডেস্ক:-
নীলফামারীতে অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হাসান গাটু (৪৬) নামের এক চোর নিহত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের শালহাটি বাজারের খাটামারী পুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান গাটু উপজেলার সোনারায় কাচারিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় করে শহরে আসার সময় ওই স্থানে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে জানান, গাটু চোর অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়। সে একজন পেশাদার চোর। বিভিন্ন সময়ে চুরির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে আদালতে ১৩টি মামলা চলমান আছে।
তিনি আরও জানান, আজ বিকালে দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি।