ডেস্ক রিপোর্ট:-
রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে সাদিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) কামরাঙ্গীরচর মাদবর বাজার এলাকায় ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
সাদিয়ার স্বামী নূরে আলম জানান, বিকালে ১৭ মাস বয়সী একমাত্র ছেলে জিসান পাঁচ তলায় ভাড়া বাসার জানালা দিয়ে বাইরে গেঞ্জি ফেলে দেয়। গেঞ্জিটি বাসার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে আটকে যায়। সাদিয়া পর্দা টানানোর পাইপ দিয়ে গেঞ্জিটি আনার চেষ্টা করলে তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি আরও বলেন বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মৃত সাদিয়া ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা উপজেলার জয়া গ্রামের নূরে আলমের স্ত্রী। তার বাবার নাম আবুল কাশেম। ৪ বোনের মধ্যে সাদিয়া ছিল দ্বিতীয়।
নুরে আলম কামরাঙ্গীরচর চর এলাকায় একটি ফাস্টফুডের দোকানে চাকরি করেন।
Leave a Reply