ডেস্ক রিপোর্ট:-
চট্টগ্রামে মো. জাহিদ (২৬) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বন্দর থানাধীন নিমতলা এলাকায় এ ঘটনায় ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. জাহিদ ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ১ নং গলির শুক্কুর মাঝির বাড়ির মো. আলমের ছেলে। নিহতের চাচাতো ভাই মনির হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পায় কাভার্ডভ্যানের সঙ্গে গলায় বেল্ট পেঁচিয়ে জাহিদ আত্মহত্যা করেছে। তখন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে যাই। দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর থানাধীন নিমতলা টার্মিনালে কাভার্ডভ্যানের সঙ্গে গলায় বেল্ট পেঁচিয়ে জাহিদ নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছে। কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তবে সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি তদন্ত করছেন।
Leave a Reply