অনলাইন ডেস্ক:-
মাওলানা মামুনুল হকের নিঃশর্ত মুক্তি এবং আরও কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মাদপুরে ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ হয়।
সমাবেশে মাওলানা ফজলুর রহমান বলেন, ‘মাওলানা মামুনুল হককে অন্যায়ভাবে দীর্ঘ ২২ মাস ধরে কারাবন্দি করে রাখা হয়েছে। অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে মুক্তির আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে।’
সভাপতির বক্তব্যে নগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম অবিলম্বে মামুনুল হকের মুক্তি চান।
নগর সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন– মহানগরীর বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা জাকির হোসাইন ও ছাত্রনেতা মাহমুদুল হাসান সাগর প্রমুখ।
Leave a Reply