নিজস্ব প্রতিনিধিঃ-
দীর্ঘ পাঁচ বছর পর এক দিনের সফরে এসেছেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৯জানুয়ারী) দুপুরে রাজশাহী ঐতিহাসিক মাদরাসা জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
রাজশাহী অন্ঞ্চলের বিভিন্ন এলাকার মানুষ আওয়ামী লীগ প্রধান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে এক পলক দেখতে ও তার বক্তব্য শুনতে এ জনসভায় এসেছেন।
জনসভা দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মিছিল নিয়ে জনসভা স্থলে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।
তাদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ। রাজশাহী মহানগরীর তালাইমারী,সিএন্ডবি মোড়,সাহেব বাজার জিরো পয়েন্ট, রেল স্টেশন, বন্ধগেট,শহীদ এএইচ এম কামরুজ্জামান চওর সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গিয়েছে।
প্রধান মন্ত্রীর এ সফরকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করেছে নগর জুড়ে।শুধু ঐতিহাসিক মাদরাসা মাঠ ও নয় পুরো শহর জনসমুদ্রে পরিণত হয়েছে।
Leave a Reply