এইচ,এম,রহমাতুল্লাহ:- বিশেষ প্রতিনিধিঃ-
গত বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালায় র্যাব অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।
রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ২
বৃহস্পতিবার ফেব্রুয়ারি দুপুর দেড়টা থেকে এ অভিযান শুরু হয়েছে। দৈনিক প্রতিদিনের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফজলুল হক।
তিনি বলেন পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় দালালচক্র। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর থেকে এ অভিযান শুরু হয়।
তিনি বলেন এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের সতর্ক করা হয়। তবু দালাল চক্রের কারণে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি শুরু করে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এ অভিযানের নেতৃত্বে দেন
সারাদেশের প্রতিটা সরকারী পাসপোর্ট অফিস দালাল মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে। প্রতিটা আঞ্চলিক অফিস গোয়েন্দাদের নজরদারীতে রয়েছে বলে জানান তিনি।
সহজে পাসপোর্ট করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২৬ জন আটক
সহজে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া দালাল চক্রের ২৬ সদস্যকে আটক করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন এই দালাল চক্রটি।