নাজমুল হাসান নাজির:-নিজস্ব প্রতিনিধিঃ-
বগুড়ার শেরপুরে খাঁনপুর কয়েরখালি বুড়িগাড়ি খালের উপর ব্রিজ নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে বগুড়া -০৫ (শেরপুর-ধুনট) আসনের সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তি ফলক উম্মোচনের মাধ্যমে এই ব্রিজ নিমার্ণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এসময় বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে এমপি হাবিবর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো বলেই দেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার উদ্দিনের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থান অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টু, আওয়ামী লীগের নেতা শামিম ইফতেখার, পিএস কুরবান আলী মিলন ও মমতাজ উদ্দিন।এর আগে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান ভিত্তি ফলক উম্মোচনের মাধ্যমে ওই ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন। সেই সঙ্গে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।পাঁচ কোটি আটাত্তর লাখ চৌত্রিশ হাজার টাকা ব্যয়ে খানপুর কয়েরখালি বুড়িগাড়ি খালের ওপর ওই ব্রিজটি নির্মিত হবে বলে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানিয়েছেন।
Leave a Reply