নিজস্ব প্রতিনিধিঃ-
ছোট ভাইয়ের জন্য রক্ত চেয়ে আবেদন করেছেন তার বড় ইমন
গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে ভর্তি আছে এলাকার কিশোর গ্যাং দ্বারা এই ঘটনা ঘটছে ভাইয়ের জন্য অনেক রক্তের প্রযোজন আজকের মধ্যেই লাগবে তাও আবার দুইটার ভিতরে গতকাল রাতে চার ব্যাগ রক্ত দেওয়া হইছে আর ও আজকে এখনো রক্তের জন্য খোঁজে আছে রক্তের গুরূপ এ পজেটিভ (A+) যদি সম্ভব হয় কোন দয়াবান ভাই তাকে রক্ত সহযোগীতা করে জীবন বাঁচাতে সাহায্য করতে পারেন সে বর্তমানে এখন ঢাকা মেডিকেলের মেডিছিন বিভাগের প্রথম তলায় (১০৩) নাম্বার রুমে আছে রোগীর নাম, আল আমিন,বাড়ী যশোর নিউজ এর তথ্য জন্য সাথে আছে রোগীর বড় ভাই ইমন ঘটনায় সময় উপস্থিত ছিলেন তার ভাই তার নাম ইমন,ইমনের মোবাইল নাম্বার 01974113500 নিউজ এর জন্য সকল তথ্য এই বড় ভাইয়ের চোখের সামনে হয়েছে যে মারছে তাদের বিস্তারিত নিউজ আসিতেছে।
Leave a Reply