কলমে- জান্নাতুল আরেফ চৌধুরী (মিথিলা)
যার লাগিয়া মন ভাঙ্গিলো, তার লাগিয়া কান্দি, মনের যতো চাপা কষ্ট বুকের মাঝে বান্দি..!!
ভুলতে চাইলে, যায়না ভুলা, মনে নাইযে সুখ। চোখের জলে নদী হইয়া, কাইন্দা ভাসাই বুক..
আমায় তুমি পর করিয়া কি যে পাইলা সুখ..!!
সুখ আমার হারিয়ে গেছে, দুঃখ করে তাড়া, এক মুহূর্ত ভালো নাইরে, বন্ধু তোমায় ছাড়া..!!
চোখের কোনে বৃষ্টি ঝরে ভাসে আমার বুক, সকল দুঃখ ভাসিয়ে দিবো, সাগরের এই জলে..
দখিন হাওয়া চুপে, চুপে,
তোমার কথা বলে..!!
গভীর রাতে তাঁরার সাথে
দুঃখের কথা বলি
মনতো আমার অগ্নি শিখা, দিনে রাতে জ্বলি..!!
সকল দুঃখ আমায় দিয়া কাইড়া নিলা সুখ..
ভুলতে চাইলে যায়না ভুলা, দুঃখে ভাসে বুক..
আমায় তুমি পর করিয়া
কি যে পাইলা সুখ..!!
“” উদ্দেশ্যহীন””
Leave a Reply