অনলাইন ডেস্ক:-
রাজধানীর যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ঝুমুর (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটে।
স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ভোলা জেলার চরফ্যাশন উপজেলা চরনুলাবিল গ্রামের মো. খলিল মিয়ার মেয়ে ঝুমুর। এক ভাই দুই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। যাত্রাবাড়ীর কুতুবখালী স্কুলের পাশে একটি ভবনে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো সে।
চাচা আমির হোসেন জানান, মঙ্গলবার রাতে তাদের রুমে সকলের অগোচরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
Leave a Reply