সুজন চক্রবর্তী:-আসাম (ভারত)ঃ-
কলকাতা শহরের একের পর এক জায়গা থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটেই চলছে। এবার বড়বাজারের একটি সংস্থার অফিস থেকে ৩৫ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। এই টাকা হাওয়ালার মাধ্যমে পাচারের চেষ্টা চলছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। শুক্রবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং গুন্ডাদমন শাখা যৌথভাবে বড়বাজার এলাকার কটন স্ট্রিট এবং বাবুলাল বাজাজ স্ট্রিট এলাকায় তল্লাশি চালায়। গোপন সূত্রে খবর পেয়ে ওই বেসরকারি সংস্থাটির অফিসে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই মেলে এই বিপুল পরিমাণ টাকা। ৫০০ এবং ২০০০ টাকার নোটে থাকা ওই বিপুল অংকের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ওই টাকা কি কারণে সেখানে ছিল, তার সপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। এর আগে বালিগঞ্জে একটি বেসরকারি সংস্থার অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গড়িয়াহাট এলাকায় একটি গাড়ির ভিতর থেকে ও প্রায় কোটির কাছাকাছি টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। তারপরই বড়বাজার থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটল।
Leave a Reply