অনলাইন ডেস্ক:-
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, ‘পুটখালী গ্রামের সজলের মোড় দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে বলে খবর পাই। ব্যাটালিয়নের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাযন। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৯৩৮ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।’
Leave a Reply