ইউসুফ হোসেন:-নাটোর জেলা প্রতিনিধিঃ-
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অদ্য বেলা ১১টায় নাটোর জেলার অন্তগত নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার শুভ উদ্বোধন করলেন আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল সংসদ সদস্য নাটোর-২।
কৃষি সম্প্রসারণ এর পক্ষ থেকে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কিশোয়ার।
মাননীয় সংসদ সদস্য সহ উপস্থিত সকলের অংগ্রহনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় হতে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত এক বর্ণাঢ্য রেলি শেষে মেলা প্রাঙ্গণে ষ্টল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল সংসদ সদস্য নাটোর-২, রোজিনা আক্তার উপজেলা নির্বাহী অফিসার নলডাঙ্গা উপজেলা নাটোর, আব্দুস শুকুর সভাপতি নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ নাটোর,
আবুল কালাম অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা নাটোর, শিরিন আক্তার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নলডাঙ্গা নাটোর, আব্দুল আলিম ভাইস চেয়ারম্যান নলডাঙ্গা উপজেলা নাটোর, নলডাঙ্গা উপজেলার সকল চেয়ারম্যান, নলডাঙ্গা রিপোর্টর্স ইউনিটির সকল সাংবাদিক, নলডাঙ্গা থানা প্রেস ক্লাবের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। ফসলে কিটনাষক এর পরিবর্তে আধুনিক বালাইনাশক পদ্ধতির ব্যবহার বৃদ্ধি করতে হবে, এতে কৃষক হবে লাভবান এবং আমরা পাব গুণগত মানসম্পন্ন ফসল।
মেলার প্রধান আকর্ষন উপজেলা মানচিত্র এটি তৈরি করা হয়েছে এলাকা ভিত্তিক উৎপাদিত ফসল দিয়ে, এছাড়া ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মেট্রোরেলসহ ট্রেন, জাতীয় পতাকা, প্রতিকৃতি তৈরিতে অংশ গ্রহণ করেছে মাষ্টার আর্ট নলডাঙ্গা নাটোর, এ মেলা চলবে ১২ ফেব্রুয়ারি হতে ১৪ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী, মেলায় ১১টি ষ্টল অংশগ্রহণ করেছে, এছাড়া ও কৃষি পরামর্শ, ঋণ, বিজসহ আধুনিক কৃষি যন্ত্রাংশ প্রদর্শন করা হয়।
Leave a Reply