তৌহিদুজ্জামান (টিটু):-ডুমুরিয়া খুলনা প্রতিবেদকঃ-
খুলনা ডুমুরিয়ার কাঁঠালতলা মঠে ১৬ প্রহরব্যাপী মহানাম সংর্কীর্তন যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ১২ই ফেব্রুয়ারি রবিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সংসদ সদস্য সাবেক মৎস্য ও প্রানী সম্পাদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ভদ্রা নদীর তীরে ঐতিহ্যবাহী কাঁঠালতলা বিশ্বমাতা সেবাশ্রম ও স্বামী ভাস্করানন্দ মঠে প্রতি বারের ন্যায় ৮৬ তম ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত যজ্ঞের আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জিএম ফারুক হোসেন, উপজেলা পুজা পরিষদের সভাপতি প্রভাষক গোবিন্দ ঘোষ, আওয়ামী লীগ নেতা সরদার শরিফুল ইসলাম, মন্দির কমিটির সভাপতি প্রধান শিক্ষক সাধন কুমার মুখার্জি, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার মল্লিক,কোষাধ্যক্ষ সন্তোষ মল্লিক,শিক্ষক আশুতোষ মল্লিক, অধ্যপক অবঃ গোপাল কৃষ্ণ সরকার, দেব কুমার রাহা, শিক্ষক গোপল মল্লিক,সমীর দে গোরা, মাইকেল রায়,তুষার রাহা, ছাত্রলীগ নেতা আবুল বাসার খান,পলাশ দাশ, সিরাজুল ইসলাম,ছাত্রলীগ নেতা বিএম ইয়াছিন হোসেন প্রমুখ।
Leave a Reply