সুজন চক্রবর্তী:-আসাম( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার আদালতের মালখানা থেকে গাঁজার প্যাকেটে তাজা গ্রেনেড উদ্ধার। রবিবার তাজা গ্রেনেড নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী। জানা যায়, গত ৭ই ফেব্রুয়ারি মালখানা পরিস্কার করার সময় একটি গাঁজার প্যাকেটে তাজা গ্রেনেড পাওয়া যায়। আর্মি গ্রেনেড হওয়ার খবর দেওয়া হয় বিন্নাগুড়ি আর্মি ক্যান্টনমেন্টে। রবিবার সকালে সেনাবাহিনীর অফিসার ও জওয়ানরা পৌঁছে গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করে। এদিকে কিভাবে গাঁজার প্যাকেটে সেনাবাহিনীর ব্যবহার করা তাজা গ্রেনেড এল তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply