সুজন চক্রবর্তী,আসাম (ভারত) প্রতিনিধিঃ-
ভয়ানক সড়ক দুর্ঘটনা! ক্রুইজার গাড়ির নিচে ঢুকে পড়ল বাইক। আসামরাজ্যের কাছাড় জেলার জিরিঘাট থানা এলাকার উত্তর লালপানিতে ৩৭ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী ক্রুইজার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে বাইক ঢুকে পড়ে। এ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাইক চালক। মঙ্গলবার বিকাল ৪টায় এই দুর্ঘটনাটি সংগঠিত হয়। মৃত যুবক লালপানি খয়রাবাদ গ্রামের নুরুল ইসলাম চৌধুরীর ছেলে শাহরুখ আহমদ চৌধুরী (২০)। মঙ্গলবার বিকেলে সে এইচ আর ৭৬ সি ৯৭৪৫ নম্বরের বাইক নিয়ে বেরিয়ে ছিল, ৩৭ নম্বর জাতীয় সড়কের উত্তর লালপানিতে বাইকের সঙ্গে একটি যাত্রীবাহী ক্রুজারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক চালক শাহরুখ সড়কে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই শাহরুখের মৃত্যু ঘটে। চালক ক্রুইজার ছেড়ে পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিরিঘাট থানার পুলিশ দল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘাতক ক্রুইজার ও মৃতের বাইকটি থানায় নিয়ে যায় পুলিশ। এই তরতাজা যুবকের মৃত্যুতে লালপানি এলাকার মানুষ শোকাহত।