আব্দুল হামিদ সরকার, নীলফামারীঃ-
নীলফামারীর ডোমার উপজেলায় অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহের সন্ধান পাওয়া গেছে। উদ্ধারে কাজ করছে পুলিশ।
শুক্রবার (১৭ই ফেব্রু/২৩ ) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরার নন্দীগ্রাম এলাকার জনৈক লাল মিয়ার ভুট্টা ক্ষেতের আইলে গলাকাটা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। তবে স্থানীয়রা কেউই মরদেহটি চিহ্নিত করতে পারেননি।
মরদেহটির পড়নে ছিল ময়লা একটি জ্যাকেট ও কালো রঙের ফুলপ্যান্ট। তার গলা বিকৃতভাবে কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য অশ্বিনী কুমার রায় জানান, মরদেহটিকে সকালে স্থানীয় কৃষকেরা দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। এলাকাবাসী মরদেহের যুবকটিকে চিনতে পারছেন না।
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মরদেহের সন্ধানের খবরটি পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তকরণ সহ আইনগত বিষয় সমূহ প্রক্রিয়াধীন রয়েছে।।।