সুজন চক্রবর্তী, আসাম( ভারত)প্রতিনিধিঃ-
পুলিশের নাম ভাঙ্গিয়ে লরি থেকে টাকা আদায় করার অভিযোগে পুলিশের জালে আটক হল ৪ যুবক। ঘটনাটি আসামরাজ্যের কাছাড়জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের। জানা যায়, গুমড়া পুলিশের নাম করে সুপারি ট্রাক পাচারের জন্য ৭ লক্ষ টাকা আদায় করার অভিযোগে ৪জন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। এই দালালরা পুলিশের সঙ্গে তাদের সম্পর্ক আছে, এমন কথা বলে কয়েকটি গাড়ি থেকে টাকা আদায় করেছিল বলে জানা যায়। ধৃত এই ৪ জন হল ধলছড়া গ্রামের নজরুল ইসলাম, সুব্রত বৈষ্ণব, শাহজাহান উদ্দিন এবং গুমড়া ৬ষ্ঠ খন্ডের মুজ্জাকির হুসেন। তাদের বর্তমানে গুমড়া অনুসন্ধান কেন্দ্রে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।