অনলাইন ডেস্ক:-
চাঁদপুরের ফরিদগঞ্জে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ইয়াছিন আরাফাত (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আরাফত উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, নিহত ইয়াছিন আরাফত স্থানীয় একটি মাদরাসার ছাত্র ও কোরআনের হাফেজ ছিলেন। রাস্তা উঁচু-নিচু থাকায় কংক্রিটের সঙ্গে স্লিপ খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় চাঁদপুর থেকে লক্ষ্মীপুরগামী একটি পিকভ্যানের চাপায় তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার শিকার দুটি যানবাহন থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।