অনলাইন ডেস্ক:-
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো. সালাউদ্দিন আকুঞ্জি (৪৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১৯ ফেব্রুয়ারি) খুলনায় বটিয়াঘাটার বড় হাজীরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) র্যাব-৬ খুলনার সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, খুলনার বটিয়াঘাটা থানা এলাকায় চাকরি দেওয়ার নামে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদান করেছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল রোববার বটিয়াঘাটার বড় হাজীরাবাদ এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মো. সালাউদ্দিন আকুঞ্জিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply