সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বীর হাটাবো এলাকায় জোরপূর্বক কৃষি জমি দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২০ ফেব্রুয়ারি সোমবার বীর হাটাবো এলাকার ডাঃ আব্দুল নুর বাবুলের বীর হাটাবো মৌজার সাড়ে ৩২ শতাংশ কৃষি জমির বেড়া ভাংচুরসহ বিভিন্ন প্রকার সবজি ও ফলজ গাছ কর্তন করে সন্ত্রাসীরা । আলজামিয়া আসছালাফিয়া মাদ্রাসা পরিচালক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ ২০-২৫ সদস্যের এক দল সন্ত্রাসী জোরপূর্বক এ কৃষি জমির বিভিন্ন ফসলাদি নষ্ট করে ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে।
এ ঘটনায় ডাঃ আব্দুল নূর (বাবুল) বাদী হয়ে আলজামিয়া আসছালাফিয়া মাদ্রাসা পরিচালক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (৫৮), এমরান (৪৫), হেকমত আলী (৫০), জামাল মিয়া (৪৫), রাসেল মিয়া (৩০), রানা মিয়া (২২), মোঃ জাকির হোসেন (৩৫) নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, আলজামিয়া আসছালাফিয়া মাদ্রাসার পরিচালক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘদিন যাবত মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে নিরীহ কৃষকদের জমি জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে। ওয়াজ মাহফিলের প্যান্ডেল নির্মাণের নামে ফসলি জমি জোরপূর্বক বালু দিয়ে ভরাটসহ বিভিন্ন ফসলির সবজি ও ফলের গাছ কর্তন করে দখলের পায়তারা করছে। কোনো কৃষক তার প্রতিবাদ করলে কৃষকদেরকে স্থানীয় সন্ত্রাসী দিয়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় প্রতিবাদ করলে নিরীহ কৃষকদের মিথ্যা বানোয়ার মামলা দিয়ে হয়রানি করে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত মাদ্রাসার পরিচালক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুটোফোনে যোগযোগ করলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।