নওগাঁ জেলা প্রতিনিধিঃ-
নওগাঁ জেলাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব, নওগাঁ জেলা শাখা। মঙ্গলবার একুশের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহীদ মিনারে উক্ত শাখার সভাপতি মাহাবুব আলম রানা ‘র নেতৃত্বে পুস্প স্তবক অর্পন করেন সকল সদস্যগন!।
একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল-সবুজের পতাকা আর আত্মপরিচয় পেয়েছি। প্রতি বছর যখন বসন্ত আসে, কৃষ্ণচূড়ার শাখায় বসে দরাজ কণ্ঠ ছেড়ে কৃষ্ণ-কোকিল গান ধরে, পলাশ-শিমুল গন্ধ ঠিক তখনই চেতনায় নাড়া দিয়ে ওঠে যে, এসেছে ফেব্রুয়ারি। তাই তো বসন্তের সম্মিলনে আমাদের চেতনায় আল্পনা এঁকে দেয় অমর একুশে।
বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতি তথা যা কিছু মহান, সবকিছুতেই একুশের চেতনা বিদ্যমান। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন হয়েছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে।একুশের এই চেতনা তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে এবং করবে আজীবন।
Leave a Reply