ডেস্ক রিপোর্ট:-
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন ইরানি দম্পতি নাজিজ উইয়ান ও নাহিয়ান।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ দম্পতিকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। শ্রদ্ধা জানাতে আসা ইরানি দম্পতি নাজিজ উইয়ানের স্ত্রী নাহিয়ান একজন আইনজীবী।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা এ দম্পতিকে পেয়ে উচ্ছ্বসিত অনেকেই। বাঙালি জাতিসত্তার এ বিশেষ দিনে তাদের পেয়ে অনেকেই ছবি তুলছেন ও কথা বলছেন।
নাজিজ উইয়ানের সঙ্গে ঢাকা পোস্টের কথা হলে তিনি বলেন, আমরা ইরানি দম্পতি। বাংলাদেশে ঘুরতে এসেছি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশের ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে এসেছি। তাদের আত্মা শান্তিতে থাকুক এমন প্রার্থনা থাকবে।
Leave a Reply