মোঃ ফয়সাল হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বেসরকারি হাসপাতালে জহিরুল ইসলাম (৩৭) নামের এক ফার্মেসি কর্মচারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
(২৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে নিহতের স্ত্রী তাহিরা শবনম জুবাইদা বাদি হয়ে সোনারগাঁও থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা করেন।
নিহত জহিরুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন- হাসপাতালের পরিচালক মোঃ মনিরুল ইসলাম (৫২), ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান (৪৮), মোঃ আক্তারুজ্জামান (৪২), ডিউটিরত চিকিৎসক ডাঃ নাজমুল আলম হাসান (৩৭) ও ওয়ার্ডবয় মোঃ মিন্টু মিয়া (৩৮)।
এর আগে গত মঙ্গলবার দিনগত রাতে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার নতুন সেবা নামের একটি হাসপাতালে ওই কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরদিন দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply